মেহেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

 নিজস্ব প্রতিবেদক    ২ এপ্রিল, ২০২৪ ১৪:২৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 6 বার

মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৭ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরে রেজিস্ট্রেশন কর্মকর্তা কাজী আবুল মনসুরের সঞ্চালনায় এবং জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বির সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান।

এর আগে, নীল বাতি জ্বালিয়ে ১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের সুচনা করেন প্রশাসক মোঃ শামীম হাসান।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় নিহত অজ্ঞাত যুবকের পরিচয় মিলেছে...

এরপর এই দিবস উপলক্ষে পাবলিক লাইব্রেরি চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। এই র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম, ডা. আতিকুজ্জামান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল, দারিদ্র বিমোচন সংস্থা নির্বাহী পরিচালক আবু জাফর, ফায়েল উদ্দিন আহমেদ, শিউলি আখতার, তাসলিমা খাতুন আখিঁসহ অনেকেই।

নিজস্ব প্রতিবেদক