আইইবির ৬০ তম কনভেনশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 নিজস্ব প্রতিবেদক    ১১ মে, ২০২৩ ১৯:৩৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 1 বার

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ৬ দিন ব্যাপী ৬০ তম কনভেনশন আজ বৃহস্পতিবার (১১মে) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ এর সদর দফতর রমনায় শুরু হয়েছে।

উক্ত প্রোগ্রামে শনিবার (১৩মে) প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৬ দিন ব্যাপী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ এর ৬০ তম কনভেনশন প্রোগ্রামটির সফল ভাবে শেষ হওয়ার জন্য দোয়া কামনা করেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানির সিনিয়র কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মোঃ মহিবুল ইসলাম।

২০২৩ এর কনভেনশনের প্রতিপাদ্য বিষয় “Innovative Engineering in the 4th Industrial Revolution”।

আইইবি’র কনভেনশন প্রোগ্রামে বিশ্বের বিভিন্ন দেশের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিসহ প্রায় ৬০০০ প্রকৌশলী অংশগ্রহণ করবেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ’র সর্বশেষ কনভেশন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে।

গত ৩ বছর করোনার কারণে এই কনভেশন অনুষ্ঠিত হয়নি।

নিজস্ব প্রতিবেদক