মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

 তরিকুল ইসলাম    ১৩ অক্টোবার, ২০২৩ ১৮:২৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 15 বার

মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রসাশন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে আজ (১৩ অক্টোবর) শুক্রবার সকাল ১০ টার সময় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রসাশনের সামনে সচেতনতামূলক বিশাল র্যালি করা হয়।

র্যালি শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে দুর্যোগ প্রশমনের করণীয়র উপর আলোচনা করা হয়।


উক্ত আলোচনা সভায় গাংনী উপজেলা নির্বাহী অফসিার সাজিয়া সিদ্দিকা সেতু, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা সহ উপজেলার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় গাংনী উপজেলা নির্বাহী অফসিার সাজিয়া সিদ্দিকা সেতু বলেন, প্রাকৃতিক দুর্যোগ রোধে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি বেশি করে তাল গাছ লাগাতে হবে।

এছাড়া মানবসৃষ্ট দুর্যোগ রোধে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

তরিকুল ইসলাম