গাংনী হাসিনা ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

 তরিকুল ইসলাম    ১৮ মার্চ, ২০২৪ ১১:১২:০০নিউজটি দেখা হয়েছে মোট 11 বার

মেহেরপুরের গাংনীতে ভুল চিকিৎসায় পান্না খাতুন (২২) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত রোববার (১৭ই মার্চ) সন্ধ্যা ৬টার সময় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পান্না খাতুন গাংনী উপজেলার দেবীপুর গ্রামের সেলিম রেজার স্ত্রী।

তবে জানা গেছে, রোগী কুষ্টিয়াতে যাওয়ার পথেই মারা যায়।

পান্নার স্বজনেরা জানান, আজ সকালে পান্নার প্রসাব বেদনা উঠলে পরিবারের লোকজন হাসিনা প্রাইভেট হাসপাতাল এন্ড গাংনী সনো ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসে। সেখানে আবু সালেহ মোঃ ইমরান হোসেন সিজারিয়ান অপারেশন করে।

পান্নার স্বজনেরা আরও জানান, রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে সন্ধ্যায় রোগীর মৃত্যু হয়।

আরও পড়ুন: ইফতারের পর ধূমপানে যেসব বিপদ ডেকে আনছেন...

তবে রোগী মৃত্যুর ঘটনার পর থেকেই হাসিনা প্রাইভেট হাসপাতাল এন্ড গাংনী সনো ডায়াগনস্টিক সেন্টারে কর্মকর্তা-কর্মচারীরা পলাতক রয়েছে।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান, এখন পর্যন্ত বিষয়টি শুনিনি, খোঁজখবর দেখে ওই ক্লিনিক এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

উল্লেখ্যঃ ইতিপূর্বেও হাসিনা প্রাইভেট হাসপাতাল এন্ড গাংনী সনো ডায়াগনস্টিক সেন্টারে একাধিক রোগে মৃত্যুর ঘটনাও ঘটেছে। মালিক কর্তৃপক্ষ প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে জানান এলাকাবাসী।

তরিকুল ইসলাম