অসহায় মায়েদের মুখে হাসি ফোটালো ইবির সি.আর.সি

 ইবি প্রতিনিধি    ১২ মে, ২০২৪ ১৬:৩৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 3 বার

মা দিবসকে কেন্দ্র করে অসহায় মায়েদের পাশে দাঁড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সামাজিক সংগঠন কাম ফর রোড চাইন্ড (সি আর সি)। আজ রবিবার (১২ মে) দুপুর সাড়ে ১২ টার সময় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্ত্বরে মা দিবস উপলক্ষে সংগঠনটির আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভা শেষে উপস্থিত ১০ জন মায়েদের হাতে উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।

সি.আর.সি'র সভাপতি শাহীদ কাওসার বলেন, আমাদের এই সংগঠনের মূল কাজ হলো সুবিধা বঞ্চিত বাচ্চাদের জন্য কাজ করা, কিন্তু আজকের মা দিবসে আমরা অবহেলিত,অসহায় এবং দারিদ্র মায়েদের জন্য কিছু করতে পেরেছি, এটা আমাদের সংগঠনের জন্য আশীর্বাদ।

আরও পড়ুন: সেবা দিতে না পারলে অপারেটরগুলোকে শাস্তি দেয়া হবে: পলক...

আমরা আগেও বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধ বাবা মায়েদের জন্য সাধ্যমতো কিছু করেছি। তবে মা দিবসে অসহায় মায়েদের জন্য কিছু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

এ সময় সংগটনটির সভাপতি শাহীদ কাওসার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের ইউনিট কাউন্সিল সভাপতি মুসা হাসেমী, ঐক্য মঞ্চের আহ্বায়ক রাবেয়া খাতুন, সদস্য সচিব এস এ এইচ ওয়ালিউল্লাহ, সামাজিক সংগঠন তারুণ্যের সভাপতি মো. মারুফ হোসেন এবং সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয়সহ সি.আর.সি সংগঠনটির অন্যান্য কার্যনির্বাহী সদস্যবৃন্দ।

ইবি প্রতিনিধি