মেহেরপুর জেলার মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

 অনলাইন ডেস্ক    ১৩ আগষ্ট, ২০২৩ ১৮:৩২:০০নিউজটি দেখা হয়েছে মোট 16 বার

মেহেরপুরের জেলা প্রশাসনের উদ্যোগে আজ রবিবার (১৩ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক জনাব মোঃ শামীম হাসান।

অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন, মানব পাচার প্রতিরোধ করতে হলে আমাদের কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এতে মানব পাচার অনেকাংশে কমে যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক লিউজা-উল জান্নাহ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক ও সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিক।

আরও পড়ুন: মেহেরপুর জেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত...

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, জেলা সুপার মনির আহমেদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন নাহার ও মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা-নিমেষ বিশ্বাস।

সভায় কমিটির দায়দায়িত্ব বিষয়ে মানব পাচার প্রতিরোধে বিদ্যমান সুযোগ, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনলাইন ডেস্ক