গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত-২

 নিজস্ব প্রতিবেদক    ১ জানুয়ারী, ২০২৪ ১২:১৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 25 বার

মেহেরপুরের গাংনীতে আজ সোমবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার সময় মেহেরপুর কুষ্টিয়া সড়কের চেংগাড়া নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গাজীপুর ডিগ্রী কলেজের প্রভাষক রিয়াজ উদ্দিন (৫০) ও সোনালী ব্যাংকের অফিসার রাসেল আহমেদ (৪০) গুরুতর আহত হয়েছেন।

রিয়াজ উদ্দীন আহমেদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন গাংনী হাসপাতালের মেডিকেল অফিসার ডা: বিডি দাস। তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আরও পড়ুন: গাংনীতে স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেনের কর্মী সভা অনুষ্ঠিত...

স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াজ উদ্দিন আহমেদ গ্রামের বাড়ি থেকে গাংনীর উদ্দেশ্যে আসছিলেন। সোনালী ব্যাংকের অফিসার রাসেল আহমেদ জোড়পুকুরিয়া বাজারে কর্মস্থলে যাচ্ছিলেন। চেংগাড়ায় পৌঁছলে দুজনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন গুরুতর আহত হয়। তাদের মোটরসাইকেল দুটি ভেঙ্গে যায়।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে রাসেল আহমেদকে চিকিৎসা দিয়ে ভর্তি করা হলেও রিয়াজ উদ্দিন আহম্মেদকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন চিকিৎসক।

নিজস্ব প্রতিবেদক