ডা: রাজেন্দ্র ত্রিপুরার বেপরোয়া গাড়ি চাপায় অটোরিকশা চালক নিহত

 আনোয়ার হোসেন জীবন    ২৬ ডিসেম্বার, ২০২৩ ১০:৪৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 17 বার

খাগড়াছড়ির পানছড়িতে গত সোমবার (২৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার সময় পানছড়ির বাস স্টেশন এলাকায় চিকিৎসকের প্রাইভেট কারগাড়ির ধাক্কায় সুশান্ত চাকমা (৫০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়।

নিহত সুশান্ত চাকমা পানছড়ির কোড়াবাড়ী এলাকার বিক্রম সেন চাকমার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়াছড়ির আধুনিক জেলা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা: রাজেন্দ্র ত্রিপুরা পানছড়িতে চিকিৎসা দেওয়া শেষে নিজের ব্যক্তিগত প্রাইভেট কারগাড়ি ঢাকা মেট্রো ঘ ১৫-৭০১৬ চালিয়ে খাগড়াছড়ি ফেরার পথে পানছড়ির বাসস্টেশন এলাকায় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশা চালক সুশান্ত চাকমা মারা যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন আহত রাজেন্দ্র ত্রিপুরাকে উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তিনি সেখানে পুলিশের প্রহরায় রয়েছেন।


আরও পড়ুন: খাগড়াছড়িকে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শীত বস্ত্র উপহার...

এদিকে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী হাসপাতালটি ঘিরে ফেলে এবং রাজেন্দ্র ত্রিপুরাকে গ্রেফতারের দাবী জানায়।

জীবন আহমেদ বলেন, তিনি এর আগেও মদ্যপান করে মাতাল অবস্থায় চিকিৎসা দিতে গিয়ে রোগী সাথে দুর্ব্যবহার ও মারধর করেছে বলে অভিযোগ আছে।

কার্তিক ত্রিপুরা তার সামাজিক যোগাযোগ ফেসবুক স্ট্যাটাসে বলেন, ডা: রাজেন্দ্র ত্রিপুরার ভুল চিকিৎসার কারণে আমার প্রথম সন্তানের আলোর প্রদীপ তুমি নিভে দিয়ে ছিলে। পাপ কোনদিন বাপকেও ছাড়েনা। বলে প্রতিবাদী পোস্ট দেন।

পানছড়ি থানার (ওসি) মোঃ সফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আনোয়ার হোসেন জীবন