ইবিতে 'দেশে-বিদেশে বায়োটেক ক্যারিয়ারের সুযোগ ও সাফল্যের রাস্তা' শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত

 ইবি প্রতিনিধি    ৩০ জুন, ২০২৪ ১২:৪৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 14 বার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগ থেকে গ্র্যাজুয়েটকৃত শিক্ষার্থীদের সংগঠন 'নেটওয়ার্ক অফ ইয়ং বায়োটেকনোলজিস্ট অফ বাংলাদেশ' এর ইবি শাখার উদ্যোগে 'দেশে-বিদেশে বায়োটেক ক্যারিয়ারের সুযোগ ও সাফল্যের রাস্তা' শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে অনলাইন মিটিং প্লাটফর্ম জুমে দেশের ২০ টির অধিক বিশ্ববিদ্যালয়ের ২০০ জন শিক্ষার্থীকে নিয়ে রাত ৯ টা থেকে রাত ১২ টা পর্যন্ত এই ওয়েবিনার অনুষ্ঠিত হয় ৷

প্রোগ্রামে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন, ইবির বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (বায়োটেক প্লান্ট) অফিসার মোঃ তাসনিম-ই-তারিক আবির এবং ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, জার্মানির হ্যানোভার মেডিকেল স্কুলের পিএইচডি ফেলো ইন ইনফেকশন বায়োলজি জিনিয়া আফরিন।

ইবি প্রতিনিধি