মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর ভোটের অব্যবস্থাপনার অভিযোগ

 তরিকুল ইসলাম    ৭ জানুয়ারী, ২০২৪ ১১:৪২:০০নিউজটি দেখা হয়েছে মোট 13 বার

আজ সকাল আটটা থেকে ভোট গ্রহন শুরুর কথা থাকলেও বিভিন্ন অব্যাবস্থাপনার কারনে ১ ঘন্টা দেরিতে ভোট গ্রহণ শুরু হয় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে।

এই কেন্দ্রটিতে ভোট দিতে আসেন মেহেরপুরে- ১ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান। তিনি সকাল আটটার ভোট প্রদানের জন্য আসলে নানা অব্যাবস্থাপনার কারনে ১ ঘন্টা দেরিতে ভোট প্রদান করেন।

আরও পড়ুন: ভোট দিলেন মেহেরপুর-১ আসনে আ.লীগের নৌকার প্রার্থী ফরহাদ হোসেন...


এছাড়া সাধারণ ভোটাররা অভিযোগ করেন ভোটার তালিকা খুজে না পাওয়ায় ভোট দিতে না পেরে ফিরে যাচ্ছেন। শহরের একাধিক কেন্দ্র ভোটাররা ভোটার তালিকার গরমিল হওয়ায় ভোট দিতে না পারার কথা জানান তারা।

ভোট দেওয়ার পর স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান জয়লাভের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন সাংবাদিকদের সামনে। প্রফেসর আব্দুল মান্নানের সাথে তার একমাত্র মেয়ে লোপিতা মান্নান উপস্থিত ছিলেন।

তরিকুল ইসলাম