জবিতে শীতকল্প ১৪৩০ অনুষ্ঠিত

 মোঃ ছায়েম সরকার, জবি প্রতিনিধি     ৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১৬:৪৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 9 বার

'বন্ধু, এখানে শুকনো পাতায় আগুন জ্বালো' প্রতিপাদ্যকে সামনে রেখে 'শীতকল্প ১৪৩০' পালন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ। বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্ত্বরে আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলামের তত্ত্বাবধায়নে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

আরও পড়ুন: সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম কিনলেন অভিনেত্রী সোহানা সাবা...

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহা. আলপ্তগীন।

অনুষ্ঠানে উদীচী শিল্পীগোষ্ঠী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সদস্যরা বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন ৷

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সংগঠনগুলো পুঁথিপাঠ ও বিভিন্ন ব্যান্ডদল তাদের নিজস্ব গান ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

মোঃ ছায়েম সরকার, জবি প্রতিনিধি