ঢাকায় এলেন কাতারের আমির

 অনলাইন ডেস্ক    ২২ এপ্রিল, ২০২৪ ১৮:০৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 8 বার

দুদিনের সফরে আজ সোমবার (২২ এপ্রিল) বিকেল ৫টার সময় ঢাকায় এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

চলতি বছরের জানুয়ারিতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নতুন সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোনও দেশ থেকে এটিই প্রথম উচ্চপর্যায়ের সফর।

সফরে কাতার ও বাংলাদেশের মধ্যে ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।

চুক্তিগুলো হলো: আইনগত বিষয়ে সহযোগিতা, দ্বৈতকর পরিহার, বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, সাগরপথে পরিবহন, যৌথ ব্যবসা পরিষদ গঠন ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি।

আরও পড়ুন: আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুক্রবার...

সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে: বন্দর পরিচালনা, কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতা, উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, শ্রমশক্তি বিষয়ে সমঝোতা স্মারক এবং যুব ও ক্রীড়া সহযোগিতা।

অনলাইন ডেস্ক