মুজিবনগরে কৃষি সরঞ্জামাদি বিতরণের উদ্বোধন

 নিজস্ব প্রতিবেদক    ১৫ মে, ২০২৪ ১৪:১৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 8 বার

মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থ ‘বছরে খরিপ-১ মৌসুমে আউশ উফশী উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে কৃষি সরঞ্জামাদি বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (১৫ মে) সকালে মুজিবনগর উপজেলা প্রশাসন চত্বরে ২০২৩- ২৪ অর্থ বছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ভর্তুকিতে বিভিন্ন যন্ত্র বিতরণের উদ্বোধন করা হয়।

মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম উপস্থিত থেকে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ভর্তুকিতে বিভিন্ন যন্ত্র বিতরণের উদ্বোধন করেন।

আরও পড়ুন: মেহেরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত...

এ সময় উপস্থিত ছিলেন, মুজিবনগর উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমাম হোসেন মিলু, ভাইস উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা ও চেয়ারম্যান বি এম জাহিদ হাসান রাজিব।

নিজস্ব প্রতিবেদক