টাকা চুরি করে দুই বান্ধবী নিয়ে কক্সবাজারে পঞ্চম শ্রেণির ছাত্র

 অনলাইন ডেস্ক    ২২ নভেম্বার, ২০২৩ ১৭:০৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 57 বার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৫ম শ্রেণির তিন শিক্ষার্থীকে নিখোঁজের চারদিন পর কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। তারা বাড়ি থেকে প্রায় ২৮ হাজার টাকা চুরি করে কক্সবাজারে যায়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন গত মঙ্গলবার (২১ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। উদ্ধার তিনজনের মধ্যে একজন ছাত্র ও বাকি দুজন ছাত্রী। তারা সবাই একই শ্রেণিতে পড়াশোনা করতেন।

পুলিশ জানায়, গত ১৬ নভেম্বর কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়ন থেকে তারা নিখোঁজ হয় বলে জানানো হয়। তারা ওই ইউনিয়নের বেলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ফরহাদ হোসেন, তার অপর দুই সহপাঠী মিম খাতুন এবং তানিয়া খাতুন। পরিবারের কাউকে কিছু না জানিয়ে তারা নিখোঁজ হয়।

আরও পড়ুন: মেহেরপুরে পৌর জামায়াত ইসলামের সেক্রেটারি সহ ২ নেতা আটক...

এর প্রেক্ষিতে নিখোঁজ ছাত্র-ছাত্রীদের পরিবারের সদস্যরা ভূরুঙ্গামারী থানায় তিনটি পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ভুরুঙ্গামারী থানার (ওসি) রুহুল আমিন বলেন, নিখোঁজ হওয়ার তথ্য পেয়ে প্রযুক্তিগত সহায়তায় তাদেরকে কক্সবাজার থেকে উদ্ধার করি। এরপর উপজেলা সমাজসেবা কর্মকর্তার উপস্থিততে নারী ও শিশু অফিসারের সহায়তায় নিজ নিজ অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে।

অনলাইন ডেস্ক