গাংনীতে খুদে বিজ্ঞানীদের মিলনমেলা

 তরিকুল ইসলাম    ৩০ জানুয়ারী, ২০২৪ ১৮:৫৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 22 বার

“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২ দিনব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক।


তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চা ও গবেষণায় মনোনিবেশের জন্য এ বছর জুনিয়র সিনিয়র ও বিশেষ ক্যাটাগরিতে মোট ২৩ টি প্রতিষ্ঠান ও ব্যাক্তির অংশগ্রহণে খুদে বিজ্ঞানীরা তাদের বিজ্ঞান ভিত্তিক উপস্থাপনা নিয়ে স্টল সাজিয়েছেন।

আরও পড়ুন: মেহেরপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন...

খুদে বিজ্ঞানীদের এই আবিষ্কার দেখতে ভিড় জমিয়েছেন অসংখ্য দর্শনার্থী জানিয়েছেন তাদের অভিব্যক্তও।


স্টলগুলো পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার বলেন, এই মেলার মধ্য দিয়ে খুদে বিজ্ঞানীদের পাশাপাশি সকল শিক্ষার্থীরা বিজ্ঞানমনস্ক হবে এবং বিজ্ঞানের নতুন নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হবে।

এদিকে মেলা পরিদর্শন শেষে স্থানীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আবিষ্কার বিষয়ক জ্ঞানের প্রশংসাও করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক।

তরিকুল ইসলাম