উঠান বৈঠকে প্রচারণায় ব্যস্ত সাকিব

 অনলাইন ডেস্ক    ৩০ ডিসেম্বার, ২০২৩ ১১:৪১:০০নিউজটি দেখা হয়েছে মোট 23 বার

মাগুরা শহরের কলেজপাড়াবাসীর আয়োজনে আজ শনিবার (৩০ ডিসেম্বর) সকালে মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান নির্বাচনী প্রচার-প্রচারণায় উঠান বৈঠক করেন।

এ সময় তাকে ফুলের মালা পরিয়ে বরণ করেন এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

সাকিব আল হাসান বলেন, আমি শুনেছি এই এলাকার মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে চান না। এ কথা শুনে আমি হতাশ হয়েছি।

তিনি আরও বলেন, এই কলেজপাড়া শুনেছি ঢাকার গুলশান, বনানী এলাকার মতো। এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসরসহ বিভিন্ন শ্রেণির মানুষ বসবাস করে। এই একটি জায়গায় সবার সন্দেহ, এই এলাকার মানুষ ভোট দেন না। তাই এই অপবাদ আপনাদের এবার ঘোচাতে হবে।

আরও পড়ুন: গাংনীতে নৌকা মার্কার সসর্থনে লিপলেট বিতরণ...

আপনাদের কাছে অনুরোধ করছি আগামী ৭ জানুয়ারি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে মাগুরার উন্নয়নের সুযোগ দেন। নির্বাচনে জয়যুক্ত হলে আপনাদের নিয়ে মাগুরার যতো উন্নয়ন সম্ভব সেটা করবো। যদি আমাকে নাও ভোট দিতে মন না চায় সমস্যা নাই, তাও আপনারা ভোট কেন্দ্রে যান এটা আমি চাই।

ওই উঠান বৈঠকে জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক