বিসিএস পরীক্ষার্থীদের সুবির্ধাতে কর্মসূচির সময় পরিবর্তন করেন প্রধানমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ১৯ মে, ২০২৩ ১১:৪৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 6 বার

বিসিএস পরীক্ষার্থীদের সুবির্ধাতে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার কর্মসূচির সময় পরিবর্তন করেন।

আজ শুক্রবার (১৯ মে) সকাল ১০টা থেকে শুরু হয়েছে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, চলবে দুপুর ১২টা পর্যন্ত। অন্য দিকে আজ রাজধানীর আশকোনায় শুক্রবার (১৯ মে) সকাল ১০টায় চলতি বছরের হজ কার্যক্রমের উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

কিন্তু বিসিএস পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে এ কর্মসূচির সময় পিছিয়ে দিয়েছেন তিনি।

পরীক্ষার্থীদের যাতায়াত যেন নির্বিঘ্ন হয়, সে বিবেচনায় নিজের কর্মসূচির সময় ৩০ মিনিট পেছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টার পরিবর্তে সাড়ে ১০টায় হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান শুরুর সময় ঠিক করে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিসিএস পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে প্রবেশের পর তিনি গণভবন থেকে হজ ক্যাম্পের উদ্দেশে যাত্রা শুরু করেন।

গত মঙ্গলবার (১৬ মে) বিসিএস পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। পিএসসি এরই মধ্যে পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নানা প্রস্তুতি নিয়েছে।

অনলাইন ডেস্ক