জমি বিক্রি করে মনোনয়ন ফরম কিনলেন গ্রাম পুলিশ সদস্য

 অনলাইন ডেস্ক    ২৩ নভেম্বার, ২০২৩ ১০:২৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 44 বার

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমি বিক্রি করে মনোনয়ন ফরম কিনলেন মোঃ এসকেন আলী (৪১)। তিনি একজন ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য।

লালপুর উপজেলা নির্বাচন অফিস থেকে গত বুধবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ মনোনয়ন কিনেন তিনি।

লালপুরের বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে মোঃ এসকেন আলী। তিনি এক নম্বর লালপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত রয়েছেন।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মাকে হত্যা দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড...

এসকেন আলী বলেন, ২০ বছর আগে থেকে আমি এমপি ইলেকশন করার স্বপ্ন দেখছি। কিন্তু টাকার জন্য স্বপ্ন পূরণ করতে পারিনি। আমার নিজের এক কাঠা জমি ছিল। সেই জমি বিক্রির টাকা দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছি।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, আমি নির্বাচনে জিতব। দল-মত নির্বিশেষ সবাই আমাকে ভোট দেবে বলে আশাবাদী।

অনলাইন ডেস্ক