ইবিতে ছাত্রলীগের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা সাধারণ শিক্ষার্থীদের

 ইবি প্রতিনিধি    ১৮ জুলাই, ২০২৪ ১৯:৩৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 8 বার

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের প্রবেশ নিষেধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে পোষ্টারিং করেছে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও কোটা সংস্কারের এক দফা দাবীতে আয়োজিত কমপ্লিট শাটডাউনেরর একপর্যায়ে এই ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

এদিন, কর্মসূচীর শুরুতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের দুইপাশে গাছের গুড়ি ফেলে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এছাড়াও ক্যাম্পাসের গেটে ঝোলানো শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলামের ব্যানার ছিড়ে তাতে অগ্নিসংযোগ করেছে তারা।

এসময় শিক্ষার্থীরা আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই; হৈ হৈ রৈ রৈ, ছাত্রলীগ গেলি কৈ, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে; কোটার বিরুদ্ধে, ডাইরেক্ট একশন', 'কোটা আন্দোলনে হামলা কেন, প্রশাসন জবাব চাই; কোটা না মেধা, মেধা মেধা ইত্যাদি স্লোগান দিতে থাকেন কর্মসূচীতে বক্তারা বলেন, আমরা ক্ষুদিরাম তিতুমীরের উত্তরসূরী।

পুলিশ দিয়ে গুলি চালিয়ে আমাদের আন্দোলন দাবাতে পারবেন না। আমাদের দাবী একটাই, আমাদের নিহতের বিচার চাই, কোটার সংস্কার চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই আপনারা হল খুলে দেন। নতুবা ক্লাসরুমে লজ্জায় আপনারা সামনে দাড়াতে পারবেন না।

শিক্ষার্থীদের প্রতি আহবান থাকবে আপনারা কেও উষ্কানিতে পা দিবেন না, সহিংসতায় জড়াবেন না। আমাদের তিনটি যৌক্তিক দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

ইবি প্রতিনিধি