রাজশাহীতে ডাবের আকাশ ছোঁয়া দামে বেকায়দায় ক্রেতারা

 অনলাইন ডেস্ক    ২৯ আগষ্ট, ২০২৩ ১৬:২৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 32 বার

রাজশাহী বাজারগুলোতে ডাবের দাম অতিরিক্ত বাড়ায় আজ মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে বিভাগীয় ও জেলা ভোক্তা অধিদফতরের কর্মকর্তারা মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ডাবের দাম বেশি নেয়ায় চার খুচরা বিক্রেতাকে তিন হাজার টাকা জরিমানা করেছেন।

এখন থেকে ক্রেতাদের সুবিধার্থে তিনটি ক্যাটাগরিতে ডাব বিক্রি করা হবে জানান বিভাগীয় ভোক্তা অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম।

এ বিষয়ে খুচরা ব্যবসায়ীরা জানান, বাজারের ডাবের ঘাটতি দেখায় দাম কিছুটা বাড়তি। অনেকে আবার বরিশাল থেকে চড়া দামে ডাব কেনার কথা জানান।

আরও পড়ুন: মোবাইল চুরির পর আইএমইআই পরিবর্তন, গ্রেপ্তার চক্রের ৭ জন...

রাজশাহীর বাজারে এখন বড় ডাব বিক্রি করা হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। মাঝারি সাইজের ডাব বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ ও ছোট আকারের ডাব বিক্রি করা হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়।

অনলাইন ডেস্ক