সপ্তাহে ছয় দিন চলবে মেট্রোরেল

  মোঃ নাঈম মাহমুদ, ঢাকা    ১৯ জানুয়ারী, ২০২৪ ১৭:২৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 13 বার

আগামী শনিবার থেকে সপ্তাহে ছয় দিন সকাল থেকে রাত ৮টা পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলবে মেট্রোরেল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সময় বাড়ানোর বিষয়টি সাংবাদিকদের জানান।

তিনি আরো বলেন, প্রথম মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টায় ছেড়ে যাবে এবং শেষ ট্রেনটি মতিঝিল থেকে রাত ৮টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। নতুন সময়সূচিতে মেট্রো রেলের সাপ্তাহিক বন্ধ শুক্রবার।

সকাল ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ১০ মিনিট পরপর এবং সকাল ১১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত ১২ মিনিট পরপর এবং বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ১০ মিনিট পরপর ট্রেন চলবে।

শুধুমাত্র এমআরটি পাস ও র্যাপিড পাসধারীরা উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ও ৭টা ২০ মিনিটে ছেড়ে যাওয়া ট্রেনে উঠতে পারবেন।

একইভাবে, শুধুমাত্র এমআরটি পাস ও র্যাপিড পাসধারীরা রাত ৮টা থেকে রাত ৮টা ৩০ মিনিটের মধ্যে মতিঝিল স্টেশনে ট্রেনগুলোতে উঠতে পারবেন

মোঃ নাঈম মাহমুদ, ঢাকা