সিলেটের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

 অনলাইন ডেস্ক    ২১ জুন, ২০২৩ ২২:৩৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 7 বার

আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৬৯ হাজার ১২৯ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৯টায় সিলেট জালালাবাদ গ্যাস অডিটরিয়ামে ভোটের ফলাফল ঘোষণা করেন নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের।

আনোয়ারুজ্জামান প্রথম বারের জন্য সিলেটের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। যুক্তরাজ্যের আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

ঘোষিত ফলাফলে আনোয়ারুজ্জামান চৌধুরী পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম (বাবুল) পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট।

আরো পড়ুন: আবারও রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিটন...

নির্বাচনে মেয়র পদে অন্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী বাসগাড়ি প্রতীকের মো. শাহজাহান মিয়া পেয়েছেন ২৯ হাজার ৬৮৮ ভোট, ইসলামী আন্দোলনের প্রার্থী মাহমুদুল হাসান পেয়েছেন ১২ হাজার ৭৯৪ ভোট, জাকের পার্টির প্রার্থী মো. জহিরুল হক পেয়েছেন ৩ হাজার ৪০৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী ছালাহ উদ্দিন রিমন পেয়েছেন ২ হাজার ৬৪৮ ভোট, আবদুল হানিফ পেয়েছেন ৪ হাজার ২৯৬ ভোট।

আজ বুধবার (২১জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডের ১৯০টি কেন্দ্রের ১ হাজার ৩৬৭টি বুথে ভোট গ্রহণ হয়।

অনলাইন ডেস্ক