মেহেরপুর-১ আসনে পুরুষের চেয়ে ৮২৫ জন মহিলা বেশি

 নিজস্ব প্রতিবেদক    ২৭ ডিসেম্বার, ২০২৩ ১৪:৫৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 15 বার

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে পুরুষ ভোটারের চেয়ে ৮২৫ জন মহিলা ভোটার বেশি রয়েছেন।

মেহেরপুরে-১ আসনে মোট ভোটার রয়েছেন ৩ লক্ষ্য ৩৭ জন। যার মধ্যে পুরুষ ভোটের রয়েছে ১ লক্ষ ৪৯ হাজার ৫৫৬ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৫০ হাজার ৪৮১ জন। অর্থাৎ পুরুষের চেয়ে ৮২৫ জন মহিলা ভোটার বেশি রয়েছেন।

এর মধ্যে সদর উপজেলায় মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ১৫ হাজার ৮৪৬ জন। যার মধ্যে ১ লক্ষ ৭ হাজার ৬৩১ জন পুরুষ এবং ১ লক্ষ ৮ হাজার ২১৫ জন মহিলা ভোটার রয়েছে।

আরও পড়ুন: গাংনীতে নির্বাচনী অফিসে হামলার অভিযোগ...

মুজিবনগর উপজেলায় ৮৪ হাজার ১৯১জন ভোটার রয়েছে। যার মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৪১ হাজার ৯২৫ জন এবং মহিলা ভোটার রয়েছে ৪২ হাজার ২৬৬ জন। যা সদর উপজেলায় পুরুষ ভোটারের চেয়ে ৫৮৪ জন মহিলা ভোটার বেশি।

নিজস্ব প্রতিবেদক