দেশের সাফল্য-অর্জন সবার: রাষ্ট্রপতি

 অনলাইন ডেস্ক    ২২ মে, ২০২৪ ১৮:৫৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 7 বার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন দেশের যা কিছু সাফল্য ও অর্জন রয়েছে, এর সবকিছুই সবার। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আজ বুধবার (২২ মে) বিকেল ৪টার সময় বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, যুদ্ধ-বিগ্রহে বিশ্বের বহু জায়গায় মানবাধিকার ভুলুণ্ঠিত হচ্ছে ৷ ভারসাম্যহীন হয়ে পড়ছে অর্থনীতি। তাই, এ সময়ে সমাজের সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে।

উৎসবের আনন্দ থেকে যেন কেউ বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে বলেছেন তিনি।

আরও পড়ুন: এপ্রিলে ৬৮৩টি সড়ক দুর্ঘটনায় নিহত ৭০৮, আহত ২৪২৬...

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।

দেশের বিভিন্ন স্থান থেকে আসা বৌদ্ধ ধর্মের অনুসারীরা সারিবদ্ধ হয়ে রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

অনলাইন ডেস্ক