রাজধানীর বেইলি রোডের আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৪৬

 মোঃ নাঈম মাহমুদ     ১ মার্চ, ২০২৪ ১৬:৩৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 4 বার

ঢাকা রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে লাগা আগুনে নারী, পুরুষ ও শিশুসহ ৪৬ জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস থেকে জানানো হয়,২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত ১০টায় আগুন লাগার খবর পান তারা।

এর পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট পাঠানো হয়। আগুন এর ভয়াবহতা দেখা আরও ১টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ, আনসার, র‌্যাব ও এনএসআই।

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

অগ্নিকাণ্ডের এ ঘটনায় অন্তত ৭৫ জনকে জীবিত উদ্ধার হয়েছে। অচেতন অবস্থায় উদ্ধার করা হয় আরও ৪২ জনকে।

স্বাস্থ্যমন্ত্রী ডা.সামান্ত লাল সেন গণমাধ্যমকে বলেন, সংবাদ পেয়ে আমি দ্রুত চলে আসি বেইলি রোড এ। প্রধানমন্ত্রী আমাকে দ্রুত আসতে বললেন। এখানে এসে যা দেখলাম অবস্থা ভয়াবহ। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১০ জন মারা গেছেন। অপরদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জন মারা গেছে।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৩টি মরদেহ। মন্ত্রী আরও বলেন, যারা এখন পর্যন্ত বেঁচে আছেন। তাদের বেশির ভাগের শ্বাসনালী পুড়ে গেছে। এটা অত্যন্ত দুঃখ জনক। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বার্ণ ইউনিটে ভর্তি আছেন। বাইরে কেউ আছে কি না এখনো তথ্য পাওয়া যায়নি

মোঃ নাঈম মাহমুদ