মেহেরপুরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

 অনলাইন ডেস্ক    ২৭ ফেব্রুয়ারী, ২০২৪ ১৫:৪৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 10 বার

মেহেরপুরে জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুরে জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে “স্মার্ট পরিসংখ্যান উন্নয়ন সোপান” এই স্লোগান নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে থেকে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। সেখানে শান্তি প্রতীক পায়রা উড়িয়ে পরিসংখ্যান দিবসের সূচনা করা হয়।

আরও পড়ুন: প্রতি ইউনিট বিদ্যুতের দাম বাড়ছে ৭০ পয়সা পর্যন্ত...

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় পরিসংখ্যানের গুরুত্ব অপরিহার্য। বিশেষ করে পরিকল্পিত অর্থনীতির জন্য সঠিক পরিসংখ্যান খুবই গুরুত্বপূর্ণ।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ শামীম হোসেন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, জেলা পরিসংখ্যান কর্মকর্তা বছির উদ্দিন, বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন চক্রবর্তীসহ আরও অনেকেই।

অনলাইন ডেস্ক