মেহেরপুরে সরকারী শিশু পরিবারের নিবাসীদের দক্ষতা ও জীবনমান উন্নয়নের শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিবেদক    ১৯ জুন, ২০২৩ ২২:২৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 10 বার

মেহেরপুরে নিবাসীদের দক্ষতা ও জীবনমান উন্নয়নের জন্য জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এবং সরকারী শিশু পরিবার (বালক) এর আয়োজনে আজ সোমবার সকাল ১০টার সময় সরকারী শিশু পরিবার (বালক) প্রশিক্ষণ কক্ষে শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে মেহেরপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম।

সেমনিারে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিশু পরিবারের শিশুদের লেখাপড়া শিখে দক্ষতা অর্জন করতে হবে এবং মানুষের মত মানুষ হবে। এখানে লেখাপড়া সহ খেলাধুলা, থাকা, খাওয়ার সুব্যবস্থা রয়েছে। তাছাড়া ধর্ম পালনের সুযোগ রয়েছে।

আরো পড়ুন: মেহেরপুরের কৃতি সন্তান জাহাঙ্গীর আলমের পিএইচডি ডিগ্রি অর্জন...

প্রধান অতিথি শিশুদের উদ্দেশ্যে আরো বলেন, শিশুদের এই প্রতিষ্ঠান থেকে সুনাগরিকরূপে গড়ে ওঠার সুযোগকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিক। এছাড়াও সিভিল সার্জন, ডিডি, সমাজসেবা, শিশু পরিবার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও শিশুরা উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন।

নিজস্ব প্রতিবেদক