‘কমপ্লিট শাটডাউন’: গণপরিবহন নেই বললেই চলে

 অনলাইন ডেস্ক    ১৮ জুলাই, ২০২৪ ১৪:৩৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 15 বার

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে রাজধানী ঢাকার সড়কগুলোতে গণপরিবহন কম দেখা গেছে। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

সকাল থেকেই সড়কে দুয়েকটি বিআরটিসির বাস দেখা গেলেও প্রাইভেটকার ও গণপরিবহন নেই বললেই চলে। অলিগলিগুলোতে অটোরিকশা চলছে, তবে অন্যদিনগুলোর চেয়ে কম।

পল্টনে পলাশ নামে এক পুলিশ সদস্য জানান, সড়কে গাড়ি ছিল, তবে কম। অন্যদিনগুলোর চেয়ে অনেক কম। বিভিন্ন সড়ক ঘুরে পথচারীর সংখ্যাও অন্যদিনগুলোর চেয়ে কম দেখা গেছে।

আরও পড়ুন: পরিস্থিতি বুঝে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে: পলক...

নয়াপল্টনে বিএনপি অফিসের চারপাশে বিপুল সংখ্যক পুলিশ সদস্যদের দেখা গেছে। কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার মোড়ে দুটো বাস দেখা যায়। এসব বাসে যাত্রীদের যেতে দেখা গেছে।

অনলাইন ডেস্ক