গাংনীতে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প

 নিজস্ব প্রতিবেদক    ১৮ মে, ২০২৪ ১৮:৪২:০০নিউজটি দেখা হয়েছে মোট 2 বার

মেহেরপুরের গাংনীতে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পি কে এস এফ) এর অর্থায়নে এবং পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতি (পি এস কে এস) এর আয়োজনে আজ শনিবার (১৮ মে) সকালে পলাশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গাংনী উপজেলা তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের তৃণমূল দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে এই স্বাস্থ্য ক্যাম্প পরিচালিত হয়।

স্বাস্থ্য ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চর্ম, যৌন, এলার্জি, গাইনি ও চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ক্যাম্পে মোট ৪১ জন গাইনী, ৫৪ জন চর্ম যৌন এলার্জি, ৭২ জন চক্ষুসহ সর্বমোট ১৬৭ জন রোগীকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির আয়োজনে স্বাস্থ্যসেবা ক্যাম্পে উপস্থিত ছিলেন, পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী জামিদুল ইসলাম ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি হাজী মোঃ আব্দুল লতিফ, পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির স্বাস্থ্য কর্মকর্তাগণ, সমাজ উন্নয়ন কর্মকর্তা ও স্বাস্থ্য পরিদর্শক বৃন্দ।

নিজস্ব প্রতিবেদক