সড়কে গাছ ফেলে অবরোধ পালন করছে ইউপিডিএফ

 অনলাইন ডেস্ক    ২০ মে, ২০২৪ ১০:২২:০০নিউজটি দেখা হয়েছে মোট 12 বার

রাঙ্গামাটির লংগদুতে ইউপিডিএফের কর্মীসহ দুইজনকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং খুনিদের গ্রেফতারে দাবিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকা অর্ধদিবস অবরোধ চলছে।

আজ সোমবার (২০ মে) সকাল থেকে অবরোধের সমর্থনে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের সাপছড়ি যৌথখামার, কুতুকছড়ি, ঘিলাছড়িসহ বেশ কিছু এলাকায় অবস্থান নেয় ইউপিডিএফ কর্মীরা।

এ সময় তার সড়কে আগুন জ্বালিয়ে ও গাছে ফেলে বিক্ষোভ করে। এতে রাস্তায় কিছু পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। অবরোধের কারণে রাঙ্গামাটি চট্টগ্রাম ও রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।

প্রসঙ্গত, শনিবার সকালে লংগদুতে সাংগঠনিক কাজে নিয়োজিত ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এত ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য বিদ্যা ধন চাকমা ওরফে তিলক (৪৫) ও ধন্য মনি চাকমা (৩৫) নিহত হন।

অনলাইন ডেস্ক