গাংনীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 অনলাইন ডেস্ক    ৭ সেপ্টেম্বার, ২০২৩ ১৩:৪২:০০নিউজটি দেখা হয়েছে মোট 20 বার

মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা নির্বাহী অফসিার সাজিয়া সিদ্দিকা সেতুর উদ্দগ্যে র‌্যালিটি উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে শুরু করে উপজেলা চত্বর ঘুরে আবারো কার্যালয়ে এসে শেষ হয়।


র‌্যালিটি শেষে গাংনী উপজেলা পরিষদের সভা কক্ষে উক্ত বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফসিার বলেন, ডেঙ্গু প্রতিরোধে ও মশাবাহিত বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সচেতন হতে হবে এবং বাড়ি, দোকানপাট ও সব ধরণের সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান পরিস্কার রাখতে হবে।

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভার এবারের স্লোগান হলো “নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত দেশ গড়ি, জমা পানি সর্বনাশা, এডিস মশা বাধে বাসা তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন”।

আরও পড়ুন: ছারপোকা মারার বিষ খেয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু...

উক্ত র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা কৃষি ও মৎস অফিসার।

উক্ত র‌্যালি ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দরা।

অনলাইন ডেস্ক