মিয়ানমারের ৩৩০ নাগরিককে কাল হস্তান্তর

 অনলাইন ডেস্ক    ১৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১৫:৩০:০০নিউজটি দেখা হয়েছে মোট 11 বার

মিয়ানমারের সংঘাতের মধ্যে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের ৩০০ জন নাগরিকসহ বিজিপিকে আগামীকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে মিয়ানমারে পাঠনো হবে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামীকাল সকালে বিজিবির সার্বিক তত্ত্বাবধানে কক্সবাজারের ইনানীতে নৌবাহিনী জেটিঘাটে বিজিপিসহ ৩৩০ জন মিয়ানমার নাগরিককে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির হাসপাতালে...

মিয়ানমারের অভ্যন্তরের দেশটির জান্তা সরকারের বাহিনীর সঙ্গে বিদ্রোহী গুষ্ঠিগুলোর তুমুল লড়াই চলছে মাসখানেক ধরে।

লড়াইয়ে টিকতে না পেরে মিয়ানমার সীমান্ত রক্ষীবাহিনীর (বিজিপি), সেনা, ইমিগ্রেশনসহ সরকারি বাহিনীর ৩৩০ নাগরিক পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

অনলাইন ডেস্ক