দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির আভাস

 অনলাইন ডেস্ক    ১১ জুলাই, ২০২৪ ১৩:০৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 11 বার

সারা দেশে বৃষ্টিপাতের আওতা কম ছিল। তাপমাত্রাও ছিল তুলনামূলক বেশি। তবে আজ আবার দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা।

এরই মধ্যে দেশের ১৫ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি পূর্বাভাস রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে প্রকাশিত আবহাওয়া পূর্বাভাসে থেকে এ তথ্য জানা গেছে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। আগামীকাল শুক্রবারের আবহাওয়া পূর্বাভাসে সারা দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনার তথ্য জানানো হয়েছে। এ দিনেও তাপমাত্রা কম থাকতে পারে।

তবে পরদিন শনিবারের পূর্বাভাসে জানানো হয়েছে, বৃষ্টির আওতা তুলনামূলক কমতে পারে। এ দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানানো হয়েছে।

অনলাইন ডেস্ক