চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি

 অনলাইন ডেস্ক    ১৬ অক্টোবার, ২০২৩ ১১:২৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 15 বার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ তার সহধর্মী ড. রেবেকা সুলতানা উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার (১৬ অক্টোবর) সকাল ৮টার সময় সিঙ্গাপুরের উদ্দেশে বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের একটি বাণিজ্যিক ফ্লাইটে (বিজি-৫৮৪) হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন।

রাষ্ট্রপতিকে বিদায় জানান বিমানবন্দরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্র সচিব, তিন বাহিনী প্রধান, মন্ত্রিপরিষদ সচিব, পুলিশের আইজিপি, কূটনৈতিক কোরের ডিন, বাংলাদেশে সিঙ্গাপুরের কনসাল শিলা পিল্লাইসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

আরও পড়ুন: তক্ষক এতো দামি কেন? এটা কী কাজে লাগে?...

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। ১৫ দিনের সফর শেষে করে আগামী ৩০ অক্টোবর বাংলাদেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপ্রধানের।

অনলাইন ডেস্ক