বছরের শুরুতে বই পেল পাকুন্দিয়ার শিক্ষার্থীরা

 জাহিদ হাসান মুক্তার     ২ জানুয়ারী, ২০২৪ ১১:৩৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 21 বার

সারা দেশের ন্যায় পাকুন্দিয়া উপজেলায় বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল ১১টার সময় পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলার সকল সরকারি- বেসরকারি প্রথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করা হয়।

উপজেলার সকল সরকারি- বেসরকারি প্রথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেওয়া হয়। পরে পৌরসভায় লাবিবা প্রি- ক্যাডেট স্কুলে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন।

আরও পড়ুন: নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা...

তিনি বলেন, আমরা যখন পড়াশোনা করেছি তখন পুরাতন বই কিনে পড়েছি। সবার বই কেনার মত সামর্থ্য ছিল না, আর এখন প্রথম শ্রেনী থেকে দশম শ্রেনী পর্যন্ত সরকার বিনামূল্যে বই দিচ্ছেন। শিক্ষা প্রসারে সরকারের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানায়।

এ সময় উপস্থিত ছিলেন, লাবিবা প্রি-ক্যাডেট স্কুলের মিলনায়তনে অধ্যক্ষ কফিল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওমর ফারুক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সন্ধ্যা রানী সাহা, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান।

জাহিদ হাসান মুক্তার