তরমুজের পর এবার গরুর মাংস বয়কটের ডাক

 অনলাইন ডেস্ক    ৩০ মার্চ, ২০২৪ ১৯:০১:০০নিউজটি দেখা হয়েছে মোট 35 বার

বেশ কিছুদিন ধরেই তরমুজের দাম ছিলো আকাশ ছোঁয়া। বিশেষ করে পবিত্র রমজান মাস আসলে এর দাম বাড়ে। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তরমুজ বয়কটের ডাক দেয় সাধারণ মানুষ। এর ফলে কমতে থাকে তরমুজের দাম।

এবারও সেই তালে গরুর মাংস বয়কটের ডাক দেন তারা। রীতিমতো ভাইরাল হয়েছে।

সাধারণ মানুষ লেখেন, আসসালামু আলাইকুম, প্রিয় দেশবাসী আপনারা তরমুজকে বয়কট করেছেন, এখন বর্তমানে তরমুজের দাম ১০০ টাকা কেজির পরিবর্তে ৩০ টাকা ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে, এবার আপনারা গরুর মাংস কে বয়কট করুন, দেখবেন ৮০০ টাকা থেকে ৫০০ টাকা কেজিতে চলে আসবে।

আরও পড়ুন: লোহাগড়ায় নবগঙ্গা ডিগ্রী কলেজের সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন...

তরমুজের দাম বেড়েছিল আমরা সকলে তা বয়কট করেছিলাম তরমুজের দাম কমেছে। এভাবে গরুর মাংসও খাওয়া বাদ দিন, বয়কট করুন দেখবেন, সেটাও হাতের নাগালে চলে আসবে। আমরা সব চাইলেই পারি! লাগবে শুধু একতা! চলেন, তরমুজের পরে এবারে গরুর মাংসের দাম কমাই।

সকলের একটাই দাবি, মাংসের মতো সকল খাদ্য যেন সাধারণ ক্রেতার নাগালের ভেতর আসে। অন্তত মাসে দুএকবার হলেও গরুর মাংসের স্বাদ নিতে পারত মধ্যবিত্ত পরিবার।

অনলাইন ডেস্ক