মনোহরদীতে অবৈধ বালু ও মাটি বিক্রির মহোৎসব, বন্ধের দাবি এলাকাবাসীর

 জাবি প্রতিনিধি    ২৩ মার্চ, ২০২৪ ১৭:৫১:০০নিউজটি দেখা হয়েছে মোট 17 বার

নরসিংদীর মনোহরদীতে চলছে অবৈধ বালু ও মাটি বিক্রির মহোৎসব, তা বন্ধের দাবী জানিয়েছে এলাকাবাসীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার একদুরিয়া, লেবুতলা ও খিদিরপুর ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে ব্রক্ষ্মপুত্র ও আঁড়িয়াল খাঁ নদী। কিছু অসাধু ব্যবসায়ী বেশ কয়েক বছর ধরে নদীগুলো থেকে ড্রেজার মেশিন স্থাপন করে বা এক্সক্যাভেটর দিয়ে অবৈধভাবে বালু বা মাটি উত্তোলন ও বিক্রি করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে।

এতে করে নদীর তীরবর্তী এলাকাগুলো যেমনি ঝুঁকিতে রয়েছে, তেমনি ভাবে পরিবেশের ভারসাম্য ও নষ্ট হচ্ছে।

আরও পড়ুন: দক্ষিণখানে নৈশ প্রহরী হত্যার ঘটনায় একজন গ্রেফতার...

এসব এলাকার ভূক্তভোগী কৃষকরা জানান, এ সমস্ত অবৈধ বালু ও মাটি ব্যবসায়ীদের কারণে আমাদের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে, ক্ষতি হচ্ছে ফসলি জমির, এতে করে আমরা অর্থনৈতিক ভাবে ভীষণ ক্ষতির সম্মুখীন হচ্ছি।

উপজেলা প্রশাসনের কড়া নজরদারী থাকার পরও কিসের জোরে তারা অবৈধ বালু বা মাটির ব্যবসা করে আসছে, জনমনে তা প্রশ্নের দেখা দিয়েছে। ভূক্তভোগীরা অবৈধ বালু ও মাটি উত্তোলনের বন্ধের জন্য জেলা প্রশাসক নরসিংদী ও মনোহরদী উপজেলা প্রশাসনকে দাবি জানান।

জাবি প্রতিনিধি