দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

 অনলাইন ডেস্ক    ৩০ মে, ২০২৪ ১০:০৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 6 বার

ঢাকাসহ দেশের চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। ঢাকার আগারগাঁও ভূমিকম্প গবেষণা কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪৩৯ কিলোমিটার।

বুধবার (২৯ মে) সন্ধ্যা ৭টা ১৭ মিনিটের দিকে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অফিসের কর্মকর্তা গোলাম মোস্তফা।

তিনি বলেন, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি ভূমিকম্পটি ৫.৪ মাত্রার ছিল। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৩৯ কিলোমিটার দূরে মিয়ানমারে।

আরও পড়ুন: খাগড়াছড়িতে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত...

সর্বশেষ গত ২৮ এপ্রিল (রোববার) রাত ৮টা ৫ মিনিটে বাংলাদেশের রাজশাহী অঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গে ভূমিকম্প সংঘটিত হয়।

এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। হালকা ভূমিকম্প হওয়ায় কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

অনলাইন ডেস্ক