মেহেরপুরে খুচরা সার বিক্রেতা সমিতির মানববন্ধন

 নিজস্ব প্রতিবেদক    ৫ মার্চ, ২০২৪ ১৭:০৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 11 বার

মেহেরপুরে জেলা খুচরা সার ব্যবসায়ী সমিতির আয়োজনে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সরকার অনুমোদিত খুচরা সার ব্যবসায়ীদের লভ্যাংশ বৃদ্ধি ও সকল প্রকার সার বিসিআইসি ডিলার কর্তৃক সরবরাহের নিশ্চয়তার দাবিতে র‌্যালি ও মানববন্ধন করেন।

মেহেরপুর জেলা খুচরা সার ব্যবসায়ী সমিতির সভাপতি শাহিনুল ইসলাম শাহিনের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ইবিতে সাইন্স ক্লাবের উদ্যোগে সাইন্স ফেস্ট...

র‌্যালিটি মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারের সামনে থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

ওই সময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা খুচরা সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আফজাল উদ্দিন, সহ-সভাপতি মুকুল হোসেন, সহ সম্পাদক হোসেন এরশাদ, গাংনী উপজেলা সাধারণ সম্পাদক আনিসুর রহমান, মুজিবনগর উপজেলা সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, জিয়াউল হক, আসলাম হোসেন, আলীকদর, উপদেষ্টা আশরাফ আলী, আব্দুল বারী জহিরুল ইসলামসহ প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক