শাস্তি কমিয়ে সড়ক আইনের খসড়া অনুমোদন

 অনলাইন ডেস্ক    ১৩ মার্চ, ২০২৪ ১৯:০২:০০নিউজটি দেখা হয়েছে মোট 9 বার

বিভিন্ন ধারায় আর্থিক জরিমানা কমিয়ে সড়ক পরিবহন সংশোধন আইন ২০২৪-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বুধবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়।

১২ ধারায় অপরাধের শাস্তি কমিয়ে ‘সড়ক পরিবহন (সংশোধন) আইন, ২০২৪’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সভা শেষে আজ সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।


তিনি বলেন, ট্রাফিক সাইন না মানলে আগে ১০ হাজার টাকা জরিমানা করা হতো। এখন সেটা কমিয়ে দুই হাজার টাকা করা হয়েছে।

এছাড়াও অতিরিক্ত ওজন বহন করলে তিন বছরের কারাদণ্ডের পরিবর্তে অনধিক এক বছরের কারাদণ্ড ও অনধিক এক লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

পরিবেশ দূষণকারী মোটরযান চালালে আগে তিন মাসের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা ছিল। এখন সেটায় এক মাসের কারাদণ্ড ও দশ হাজার টাকার জরিমানা বিধান রাখা হয়েছে।

অনলাইন ডেস্ক