মেহেরপুরে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরীর অভিযোগ

 তরিকুল ইসলাম    ১ এপ্রিল, ২০২৪ ১৬:১২:০০নিউজটি দেখা হয়েছে মোট 7 বার

খুলনা বিভাগীয় প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে মেহেরপুরের গাংনী উপজেলার বাদিয়াপাড়া থেকে বামন্দী মুখী দেড় কিলোমিটারের রাস্তা নির্মাণের কাজ পায় রিটু এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

অভিযোগ উঠেছে এই রাস্তা তৈরি হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে।

কাজের শুরুতেই এক নম্বর ইট দিয়ে কাজ করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন দুই ও তিন নম্বর ইট দিয়ে কাজ করছে বলে অভিযোগ এলাকাবাসীর।


এ নিয়ে প্রতিবাদ করতে গেলেও ঠিকাদারের ম্যানেজার আসাদুজ্জামান এলাকাবাসীদের চাঁদাবাজির মামলা ও হুমকি ধামকি দিয়ে আসছেন।

আরও পড়ুন: বাস ভাড়া ৩ পয়সা কমানোর সুপারিশ...

একাধিকবার জেলা ও উপজেলা এলজিইডি কর্মকর্তার সাথে যোগাযোগ করেও কোন লাভ হয়নি বলে দাবি এলাকাবাসীর।


এদিকে রাস্তার খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর, প্রধান প্রকৌশলী মোঃ আলি আখতার হোসেন।

তরিকুল ইসলাম