বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ

 অনলাইন ডেস্ক    ১৪ এপ্রিল, ২০২৪ ১২:১৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 6 বার

সূর্যদয়ের সঙ্গে সঙ্গে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হয়েছে নতুন বর্ষ ১৪৩১। নতুন বছরে সব ক্লেদ, জীর্ণতা দূর করে নতুন উদ্যমে বাঁচার অনুপ্রেরণা খুঁজবে সবাই।

আজ পয়লা বৈশাখ। বাংলা বর্ষপঞ্জিতে পয়লা বৈশাখ বাঙালির একটি সর্বজনীন লোক-উৎসব। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ।

বাঙালি জাতির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব পয়লা বৈশাখ। হাজার বছরের ঐতিহ্যের বহমানতায় বাংলার ঘরে ঘরে আজ উৎসবের আমেজ।

আরও পড়ুন: নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব...

ভোরের আলোয় গান গেয়ে আর মানুষের মঙ্গল কামনায় শোভাযাত্রায় অংশ নিয়ে বরণ করে নতুন বছরকে। রাজধানী ও সারাদেশ জুড়ে থাকবে বর্ষবরণের নানা আয়োজন।

এদিনটি সরকারি ছুটির দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ‘মঙ্গল শোভাযাত্রা’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে।

এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ উদযাপন করবে। বাংলা নববর্ষের অনুষ্ঠান আবশ্যিকভাবে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে শুরু হবে।

অনলাইন ডেস্ক