গাংনীতে জাতীয় সমবায় দিবস পালিত

 অনলাইন ডেস্ক    ৪ নভেম্বার, ২০২৩ ১৬:৫৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 18 বার

“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে নিয়ে আজ শনিবার সকালে মেহেরপুরের গাংনীতে উপজেলা সমবায় অফিসের আয়োজনে পালিত হয়েছে ৫২ তম জাতীয় সমবায় দিবস।

এই দিবস উপলক্ষে গাংনী উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি শুরু হয়ে উপজেলা চত্বর ঘুরে আবারো কার্যালয়ে সামনে এসে শেষ হয়।

র্যালি শেষে গাংনী উপজেলা পরিষদের সভা কক্ষে উক্ত বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মন্টুর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

আরও পড়ুন: জেল হত্যা দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত...

উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, মৎস্য অফিসার খন্দকার শহীদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মুনতাজ আলী, গাংনী সরকারী ডিগ্রি কলেজের প্রভাষক নাসিরুদ্দিন, গাংনী প্রেস ক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে উপজেলার চারজন সফল সমবায়ীদের হাতে পুরষ্কার হিসেবে ক্রেস তুলে দেওয়া হয়।

অনলাইন ডেস্ক