আবারও রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিটন

 অনলাইন ডেস্ক    ২১ জুন, ২০২৩ ২২:১৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 16 বার

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে আবারও মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর এএইচএম খায়রুজ্জামান লিটন।

বেসরকারিভাবে ১৫৫টি ভোটকেন্দ্রের ফল অনুযায়ী, লিটন পেয়েছেন এক লাখ ৬০ হাজার ২৯০ টি ভোট।

১৩ হাজার ৮৮৩ টি ভোট পেয়ে হাতপাখা প্রতীকের প্রার্থী মুরশিদ আলম ফারুকী রয়েছেন দ্বিতীয় অবস্থানে। মুরশিদ আলম ফারুকী ইসলামী আন্দোলন বাংলাদেশের মননীত প্রার্থী।

এ ছাড়া লতিফ আনোয়ার জাকের পার্টি মনোনীত গোলাপ ফুল প্রতীক নিয়েভোট পেয়েছেন ১১ হাজার ৭১৩ টি ও জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম স্বপন পেয়েছেন ১০ হাজার ২৭২ ভোট।

আরো পড়ুন: পাবনায় ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা...

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মোট ৫২ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।

আজ বুধবার (২১ জুন) বিকাল থেকে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম থেকে এই ফল ঘোষণা করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

অনলাইন ডেস্ক