এবার সমাজকল্যাণ মন্ত্রী হলেন দীপু মনি

 অনলাইন ডেস্ক    ১২ জানুয়ারী, ২০২৪ ১৪:৫৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 10 বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। তিনি শেখ হাসিনার নতুন সরকারে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

এর আগের মন্ত্রিসভায় তিনি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় শপথ গ্রহণের পর মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ কে কোন মন্ত্রণালয় পেয়েছে তা উল্লেখ করে একটি প্রজ্ঞাপন জারি করেন।

আরও পড়ুন: টানা তৃতীয়বার আইনমন্ত্রী হলেন আনিসুল হক...

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিসভা গঠন করেন এবং বুধবার সন্ধ্যায় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের তালিকা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী গঠিত মন্ত্রিসভায় সম্মতি জ্ঞাপন করেন। এরপর মন্ত্রিসভার ওই তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন বুধবার রাতে সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তালিকায় থাকা ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীর নাম প্রকাশ করেন।

অনলাইন ডেস্ক