ঝুঁকি নিয়ে বাড়ি ফিরতে হবে ৪৫ লাখ মানুষের

 অনলাইন ডেস্ক    ২৯ মার্চ, ২০২৪ ১২:৫৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 3 বার

এবারের ঈদে বাড়ি ফিরবেন প্রায় ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ। এর মধ্যে ৪৫ লাখের বেশি যাত্রী সুষ্ঠু গণপরিবহন পাবেন না। গণপরিবহন সংকট ও ভাড়া নৈরাজ্যের কারণে এসব যাত্রী ঝুঁকি নিয়ে বাড়ি ফিরবেন। এতে দুর্ঘটনা বেড়ে যেতে পারে।

এ ছাড়া ঈদের সময় প্রতিদিন গড়ে বাড়ি যান ৩০ লাখের বেশি মানুষ। কিন্তু ঢাকাকেন্দ্রিক গণপরিবহন ব্যবস্থায় দিনে সর্বোচ্চ ২২ লাখ যাত্রী পরিবহন সম্ভব।

এমন বাস্তবতায় পরিবহন সংকট মোকাবিলায় পরিবহন পুল, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সেনাবাহিনী, ব্যাংকসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের যানবাহন ব্যবহারের পরামর্শ দিয়েছেন যোগাযোগ বিশেষজ্ঞরা।

তারা বলছেন, দেশের যোগাযোগ বাস্তবতায় ৯০ ভাগ যাত্রী এখন সড়কপথ নির্ভর। বাকিরা ১০ ভাগ নৌ, রেল ও আকাশপথ ব্যবহার করেন।

আরও পড়ুন: জায়েদ খানের নায়িকা হচ্ছেন টালিউডের পূজা...

পরিবহন বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হাদীউজ্জামানের ২০২৩ সালের একটি সমীক্ষা অনুযায়ী, ঈদের আগের চার দিনে ঢাকা ছাড়েন ১ কোটি ২০ লাখ মানুষ।

তিনি বলছেন, এবার ঈদ উৎসবের সঙ্গে পহেলা বৈশাখ যুক্ত হওয়ায় সব ধর্মের মানুষ বাড়ি ফিরবেন। এই হিসাবে ঢাকা ছাড়তে পারেন ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ। সড়কপথের সঙ্গে এই ভারসাম্যহীনতা কাটিয়ে উঠতে সরকারের নীতিনির্ধারকদের বিশেষ নজরদারি প্রয়োজন।

অনলাইন ডেস্ক