আজ বিজয়া দশমী, শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

 অনলাইন ডেস্ক    ২৪ অক্টোবার, ২০২৩ ১৪:৪০:০০নিউজটি দেখা হয়েছে মোট 4 বার

বিজয়া দশমী আজ। সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার শেষ দিন আজ। মণ্ডপে মণ্ডপে বেজে উঠেছে বিদায়ের সুর। বিজয়া দশমীতে দেবীকে বিদায় জানাতে প্রস্তুতি নিচ্ছেন ভক্তরা।

মহা ষষ্ঠীপূজার মধ্যদিয়ে শুরু হয় দুর্গোৎসব। শারদীয় দুর্গাপূজার ৫ম দিন আজ ভোর থেকেই দর্পন বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয়েছে দশমী বিহিত পূজার তোড়জোড়।

রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সকাল ১০টার মধ্যে পূজা শেষে শুরু হবে পুষ্পাঞ্জলি, আরতি, মন্ত্রপাঠ ও সিঁদুর খেলায়।

আরও পড়ুন: ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৮, আহত অর্ধশতাধিক...

এদিন, দেবী দুর্গা পিতৃগৃহ থেকে কৈলাসে গমন করবেন। এরপর বিকেল ৩টার সময় প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব।

অনলাইন ডেস্ক