শতবর্ষী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

 জাহিদ হাসান মুক্তার, কিশোরগঞ্জ প্রতিনিধি    ১৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১৬:৫৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 29 বার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ১১৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বয়েজ স্কাউট ও গার্লস গাইড দলের কুচকাওয়াজ প্রদর্শনী, জারিগান, পাহাড়ি নৃত্য ও পাতালপুরী নৃত্য পরিবেশন করা হয়।

(১৭ ই ফেব্রুয়ারি ) শনিবার, বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রথমে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ বিমান বাহিনীর (অবসরপ্রাপ্ত) গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুল হক। পরে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী।

বিদ্যালয়টির সহকারী শিক্ষক মোহাম্মদ হাফিজুল্লাহ'র উপস্থাপনায় প্রতিষ্ঠানটির সভাপতি মো. আতাউল্লাহ সিদ্দিক মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. সোহরাব উদ্দিন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক সাবেক ভিপি মো. ফরিদ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন আনার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নাজমুল হক দেওয়ান, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ললিতা আক্তার বীথি, চণ্ডিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা. মো. ইব্রাহীম, স্থানীয় আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুল মোমেন, শিক্ষার্থীদের অভিভাবকবূন্দ, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ হাজার হাজার জনতা।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জাহিদ হাসান মুক্তার, কিশোরগঞ্জ প্রতিনিধি