দেশের আট জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, সমুদ্রে তিন নম্বর সতর্ক সংকেত

 অনলাইন ডেস্ক    ১০ জুন, ২০২৩ ১৩:২৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 6 বার

দেশের ৮ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।

এ অবস্থায় আজ (১০জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলো এলাকায় এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেন আবহাওয়া অফিস।

বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব ও আশপাশের এলাকায় লঘু চাপের সৃষ্টি হয়েছে এবং এটি ঘণীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। এর প্রভাব পড়তে পারে উত্তর বঙ্গোপসাগর এলাকায়।

এই ঝড়ো হাওয়া বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে বয়ে যেতে পারে। মোংলা ও পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার, সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দিতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

অনলাইন ডেস্ক