তাপদাহ নিয়ে নতুন খবর দিল আবহাওয়া অধিদপ্তর

 অনলাইন ডেস্ক    ২৩ এপ্রিল, ২০২৪ ১৬:৪৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 7 বার

আবহাওয়া নিয়ে আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) কোনো সুখবর নেই বলে জানান আবহাওয়া অধিদপ্তর। গত কয়েকদিনের ন্যায় আজকেও দেশের বিভিন্ন স্থানে তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত আছে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানান, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: তাপপ্রবাহ থেকে বাঁচতে একশো বৃক্ষরোপণ ইবি ছাত্রলীগের...

এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অনলাইন ডেস্ক